কামরুল ইসলাম:
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় লোহাগাড়া থানা পুলিশ নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ পেশাদার চোরকে আটক করেছে।
গত ২১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলার চকরিয়ায় এক প্রবাসীর আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি লোহাগাড়া থানাধীন আমিরাবাদ স্টেশন এলাকার মুনস্টার নামের দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিখারীর ছদ্মবেশে এক অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে থাকা এক মহিলাকে উস্কানিমূলক কথা বলে। এতে মহিলার সঙ্গে ওই ভিখারীর বাকবিতণ্ডা হয়।
প্রবাসীর স্ত্রী রাফি বিষয়টি মীমাংসা করতে গেলে এ সুযোগে চোর চক্রের সদস্য তসলিমা আক্তার তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার (২ জোড়া কানের দুল ও একটি আংটি) নিয়ে পালিয়ে যায়।
পরে ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে ভুক্তভোগী রাফি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে লোহাগাড়া থানা পুলিশ সাতকানিয়া থানার সহযোগিতায় কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকার এক ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে আটক করে।
তসলিমার বাসা থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা ২ রতি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে ৫টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া কানের দুল ও ২টি নাকফুল। এর মধ্যে একটি আংটি ও এক জোড়া কানের দুল ভুক্তভোগী রাফি তার নিজের বলে শনাক্ত করেন।
গ্রেফতারকৃত তসলিমা আক্তারকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।