স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের বাড়পাড়া কৃষ্ণপুর এলাকার প্রতিবন্ধী মোঃ দেলোয়ার হোসেনের চায়ের দোকানের মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। ফলে প্রতিবন্ধী দেলোয়ার ও তার পরিবার সর্বস্ব হারিয়ে সংসার চালানোর অযোগ্য হয়ে পড়ে।
প্রতিবন্ধী এই মানুষটি ভিক্ষা না করে চা দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তার ব্যবসার সরঞ্জাম ও দোকানের মালামাল চুরি হয়ে যাওয়ায় তিনি বেকার হয়ে পড়েন।
ঘটনাটি জানতে পেরে মানবিক যুবদল নেতা ফরিদ উদ্দিন শিবলু প্রতিবন্ধী দেলোয়ার হোসেনের পাশে দাঁড়ান। ফরিদ উদ্দিন শিবলুর সাথে মানবিক এ কাজে হাত বাড়িয়ে দেন তারই সহযোদ্ধা আলী আজম (বাপ্পী), সেলিনা বেগম, মনিরুল হাসান, রাজু, ইমন ও মাইনুদ্দিন। তারা সম্মিলিতভাবে আর্থিক সহযোগিতা করে প্রতিবন্ধী দেলোয়ার হোসেনের দোকানটি পুনরায় চালু করে দেন।
এ ব্যাপারে প্রতিবন্ধী দেলোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন— “বিবেকহীন চোরের দল আমার বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছিল। শিবলু ভাইসহ অন্যান্যরা এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আমাকে আর্থিক সহযোগিতা দিয়ে একটি নতুন জীবনের পথ খুলে দিয়েছেন।”
এ ব্যাপারে ফরিদ উদ্দিন শিবলুর সাথে কথা বললে তিনি জানান, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরাবরের মতো সব সময় মানুষের পাশে আছে। ভবিষ্যতেও সহযোদ্ধাদের নিয়ে মানুষের সেবায় কাজ করে যাবো।”