স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাবেক সভাপতি টি এইচ তোফার বিরুদ্ধে সাংগঠনিক জটিলতার কারণে সংগঠনের চলমান গতি বৃদ্ধির লক্ষ্যে আব্দুল করিমকে ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব এবং সকল কার্যক্রম চলমান করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল।
২৬ আগস্ট সকালে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব ডা: মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের যৌথ সিদ্ধান্তক্রমে নারায়ণগঞ্জ তরুণ দলের সহ-সভাপতি আব্দুল করিমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।