কামরুল ইসলাম:
চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাদ্দাম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার জিয়াবাজার এলাকায় করিমুল হুদার ‘কুলিং কর্নার’ দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় দোকানে অবস্থানরত মো. আল আমিন (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় তার কাছে থাকা বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি দোকানের ভেতরে পড়ে যায়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।