প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:
বোয়ালখালীতে অনুমোদন এবং নিবন্ধন ছাড়াই চিকিৎসা দেওয়ায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার অলি বেকারি সংলগ্ন এলাকায় রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান।
অভিযান সূত্রে জানা গেছে, অনুমোদন ও নিবন্ধন ছাড়াই প্রসূতিদের চিকিৎসা সেবা প্রদান, প্রেসক্রিপশনে ওষুধ লেখা প্রভৃতি অপরাধে বোয়ালখালী রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করার দায়ে রোকেয়া বেগম (৪৮)-কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “নিবন্ধনহীন চিকিৎসাসেবার অপরাধে লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনুমতি না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে সকল প্রকার চিকিৎসা প্রদান থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে।”