প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:
বোয়ালখালীতে বি.এস.টি.আই লাইসেন্স না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা ও পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার কানুনগোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
বি.এস.টি.আই আইন ২০১৮ ও ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মিলন সুইটসের মালিক সুমন চৌধুরীকে ১০ হাজার, ভাই ভাই বেকারির মালিক মো. আলী আকবরকে ১০ হাজার এবং শাহ আমানত অয়েল এজেন্সির মালিক আকতারুল আলমকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।