মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে মধুপুর শহরের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাথী মোড় এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফুটপাত থেকে ব্যবসায়িক মালামালও জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানান, কিছু দিন আগে মাইকিংয়ের মাধ্যমে পৌরবাসীকে সতর্ক করা হয়েছিল যে, ফুটপাত দখল করে দোকান বসানো বন্ধ করতে হবে। কিন্তু এর পরেও অসন্তোষজনক আচরণ চলায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সকল স্থানে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। কিছু ব্যবসায়ী ফুটপাতের টাইলস ক্ষতিগ্রস্ত করছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।