ময়মনসিংহে আদালত মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

মোছাঃ নাছিমা খাতুন সুলতানা: 

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বুড়ি নহাটা গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী মোছাঃ রোকসানা বেগম (৩৬) দীর্ঘদিন ধরে তার স্বামীর ক্রয়কৃত সাফকাওলা জমি দখলে রেখেছেন। উক্ত জমির দলিল নং–৫৩৪৫।

বাদীর স্বামী মৃত্যুবরণ করার পর সুযোগ নেয় একই গ্রামের প্রতিপক্ষ মৃত পশর আলীর ছেলে জসীম উদ্দিন (৬০)। গত ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে জসীম উদ্দিন ও তার সহযোগীরা উক্ত জমিতে চাষাবাদে বাধা দেয়। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। বরং রোকসানা ও তার ছেলেরা জমিতে গেলে প্রতিপক্ষ তাদের প্রাণে হত্যা করার হুমকি দিয়ে আসছে।

এ অবস্থায় অসহায় রোকসানা বেগম বাদী হয়ে গত ২৩ জুন ২০২৫ তারিখে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় জসীম উদ্দিনসহ তিনজনকে আসামি করা হয়েছে। মামলা নং–৮৭৬/২৫। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে বাদী রোকসানা বলেন, “আমি ন্যায়বিচার চাই। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চাই। প্রতিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।”

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে তারা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *