আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৫ আসামিকে আটক করেছে। এসময় ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
২৪ আগস্ট রবিবার দিবাগত রাত ও ২৫ আগস্ট সোমবার সকালে সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ১৫ [পনেরো] লিটার দেশীয় তৈরি চোরাই মদসহ ০১ [এক] জন আসামি, ০২ [দুই] জন নন-জিআর পরোয়ানাভুক্ত আসামি, ০১ [এক] জন জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০১ [এক] জন আসামিকে গ্রেফতার করে।
সূত্র জানায়, ২৫ আগস্ট সোমবার এসআই [নিঃ] মোঃ উত্তম কুমার রাজবংশী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ [পনেরো] লিটার দেশীয় তৈরি চোরাই মদসহ খুরশিদা বেগম [৪০], পিতা-মোঃ হায়দার আলী, মাতা-মোসাঃ হাজেরা খাতুন, স্বামী-মোঃ সুলতান, সাং-সমিতি বাজারের দক্ষিণে সিকদার বাজারের সাথে এডঃ সরওয়ার উকিলের বাড়ি, ০৬ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে ধৃত করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে সাতকানিয়া থানার মামলা নং-১৬, তারিখ-২৫/০৮/২০২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ [১] সারণীর ২৪ [খ] রুজু করা হয়।
এসআই [নিঃ] উত্তম কুমার রাজবংশী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ জালাল মিয়া [৩১], পিতা-মোঃ চাঁন মিয়া, মাতা-মোসাঃ জমিরন বেগম, সাং-মালাঙ্গা, কানাইপুর (আলম মাতব্বরের বাড়ি), ০২ নং ওয়ার্ড, কানাইপুর ইউপি, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ধৃত করেন।
এএসআই [নিঃ] মোঃ আব্দুল মতিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর চাঁদের পাড়া বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানার মামলা নং-১৪ [৯] ১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ [১] সারণীর ১০ [ক] এর জিআর পরোয়ানাভুক্ত আসামি শহীদ [২৫], পিতা-মোস্তাক আহমদ, সাং-ধর্মপুর চাঁদের পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
এএসআই [নিঃ] মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মরফলা, নবীরপাড়া, ০৭ নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানার নন-এফআইআর নং-৬/২৫, ধারা-৫০৬ দঃবি: এর নন-এফআইআরভুক্ত আসামি আবু শামা [২৭], পিতা-কবির আহমদ, মাতা-নুর জাহান, সাং-মরফলা নবীরপাড়া, ০৭ নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
এএসআই [নিঃ] মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মরফলা, নবীরপাড়া, ০৭ নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানার নন-এফআইআর নং-৬/২৫, ধারা-৫০৬ দঃবি: এর নন-এফআইআরভুক্ত আসামি আবুল হাশেম [৩২], পিতা-কবির আহমদ, সাং-মরফলা নবীরপাড়া, ০৭ নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ [ওসি] জাহেদুল ইসলাম বলেন—আটককৃত আসামিদেরকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।