স্টাফ রিপোর্টার:
গোবিন্দগঞ্জ বাগদা ফার্মে ইসলামি এডুকেয়ার একাডেমিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের উদ্বোধন করা হয়েছে। এ আয়োজন করে লায়ন্স ক্লাব বগুড়া আইডিয়াল গাক চক্ষু হাসপাতাল।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ-২ এর গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের প্রতিষ্ঠাতা লায়ন মাহমুদ হোসেন পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন ছামিউল আলম রাসু, রি-জোন চেয়ারপার্সন লায়ন মির্জা আহছানুল হক দুলাল, লায়ন একরাম হোসেন, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মাসুদ তালুকদার, সেক্রেটারি লায়ন সৈয়দ সোহেল আহমেদ লিটন, লায়ন হাসনাত জাহান, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (মেডিকেল অফিসার, গাক চক্ষু হাসপাতাল) ও মোজাহেদুল ইসলাম (আউটরিচ ইনচার্জ, গাক)।
চিকিৎসা শিবিরে ১২৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বিনামূল্যে গাক হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি