স্টাফ রিপোর্টার:
রাজধানীর তেজগাঁও ফার্মগেট এলাকার ব্যস্ততম সড়ক, ফুটওভার ব্রিজের নিচেই চলছে অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্যের ঘাঁটি। অনুসন্ধানে উঠে এসেছে, হোটেল রূপসী বাংলা নামের এই আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরেই চলছে নারী নির্যাতন, অসামাজিক কার্যকলাপ এবং মাদকের আসর।
অভিযোগ অনুযায়ী, হোটেলের মালিক ইলিয়াস এবং তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় এসব অপকর্ম পরিচালনা করে আসছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই হোটেলে চলে মাদক বিক্রি, নারীদের জোরপূর্বক ব্যবহার এবং অশ্লীল কর্মকাণ্ড। স্থানীয় সূত্র বলছে, হোটেলের ভেতরে নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতেই চলে এসব ব্যবসা।
অভিযোগ রয়েছে, মাদকের আড্ডায় যোগ দেন এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি, যার কারণে প্রশাসনও চোখ বন্ধ করে রেখেছে। স্থানীয়রা একাধিকবার প্রতিবাদ জানালেও তাতে কোনো ফল মেলেনি। বরং এসব অপকর্মের বিরুদ্ধে মুখ খোলায় অনেকেই হুমকি-ধমকি পেয়েছেন।
ফার্মগেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে এমন অপকর্ম চলতে থাকায় সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন—
প্রশাসন চাইলে এক রাতেই এই অপকর্ম বন্ধ করা সম্ভব। কিন্তু রহস্যজনক কারণে তারা নিরব দর্শকের ভূমিকায় আছে।”
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের কেবল আশ্বাসে কোনো ফল হবে না, বরং একটি সুশৃঙ্খল অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা ছাড়া ফার্মগেটের মতো ব্যস্ত এলাকায় এই অপকর্ম বন্ধ করা সম্ভব নয়।