চুনতি সীরাত মাহফিলের সড়ক নির্মাণসহ বাজেট ১০ কোটি

কামরুল ইসলাম:

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিল। মাহফিলটি আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বরের দিবাগত রাত ফজরের নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে। এ উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সীরত ভবনে সাংবাদিক পরিবারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ রহ. প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরাত মাহফিল প্রতিবছর ১১ রবিউল আউয়াল থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় এ বছরও মাহফিলটি ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

মতবিনিময় সভায় মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা হাফিজুল ইসলাম নিজামী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য কাজি আরিফুল ইসলাম প্রমুখ।

সভায় বিশেষভাবে ঘোষণা করা হয়, এবারের চুনতি সীরাত মাহফিলের যোগাযোগ সড়ক নির্মাণসহ মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১০ কোটি টাকা।

সভায় সাংবাদিক পরিবারের উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জিহান, সাংবাদিক বখতিয়ার, সাংবাদিক রমজান ও সাংবাদিক কাশেম।

মাহফিলটি প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে, সীরাতুন্নবীর জীবনচরিত ও শিক্ষা মানুষে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর মুসল্লি ও আগ্রহী অংশগ্রহণ করবে। এছাড়া মাহফিলের নিরাপত্তা, সজ্জা, ধর্মীয় আলোচনার আয়োজন ও অন্যান্য কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *