নিজাম উদ্দিন:
নোয়াখালী সোনাইমুড়িতে ডাক্তার মোস্তফা-হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল মাদ্রাসায় জিপিএ-৫ পাওয়া ৪শ’ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (২৯ আগস্ট) নোয়াখালী সোনাইমুড়ি জয়াগ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী ডাক্তার মোস্তফা-হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়ার দিক নির্দেশনায় এসএসসি, দাখিল, সানাবিয়া, ইবতিদায়িয়্যতে সদ্য জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক, শরীফবাগ মাদ্রাসার সহকারী অধ্যাপক গোলাম মাওলার সভাপতিত্বে অর্থ বিষয়ক সম্পাদক মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি এম এইচ গ্লোবাল গ্রুপের সিইও এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা, বিশেষ অতিথি এম এইচ গ্লোবাল গ্রুপের কান্ট্রি ডিরেক্টর এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম, চাটখিল জামেয়া ও ওসমানিয়া সাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আছেম, রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান। এ সময় উপস্থিত ছিলেন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ডাক্তার মোস্তফা-হাজরা ফাউন্ডেশন উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন এবং বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দুপুরের খাবার ও বিকালের নাস্তা প্রদান করা হয়।