সিরাজগঞ্জে মহাপ্রভুর আখড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ ফেরদৌস হোসেন :

সিরাজগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে- আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও গীতাপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় শহরের মাড়োয়াড়িতে অবস্থিত মহাপ্রভুর আখড়ায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, ধর্ম আমাদের সত্য, ন্যায় ও মানবতার শিক্ষা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর আদর্শকে বুকে ধারণ করে আমাদের একটি সুন্দর ও সম্প্রীতির সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিশুদের ধর্মীয় সংস্কৃতির সাথে পরিচিত করে তোলে এবং তাদের মেধা বিকাশে সহায়তা করে। আয়োজকদের আমি ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আয়োজনে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রতিটি ধর্মীয় উৎসবই আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। জন্মাষ্টমীর এই অনুষ্ঠান প্রমাণ করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির তির বন্ধন কতটা অটুট। তরুণ প্রজন্মকে ধর্মীয় অনুশাসনে উৎসাহিত করতে মহাপ্রভুর আখড়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিজয়ীদের আমি অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, সনাতন ধর্মের মূল কথাই হলো জীবপ্রেম ও মানবতা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের সেই ভালোবাসার শিক্ষাই দেয়। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে আমরা প্রতি বছরই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে।
বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে বিজয়ী শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। সব মিলিয়ে, একটি উৎসবমুখর ও আধ্যাত্মিক আবহের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময়ে সনাতন (হিন্দু) ধর্মালম্বী’র নেতৃবৃন্দ এবং উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী, অভিভাবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *