কামরুল ইসলাম:
২০ দিনের নজরদারির পর অবশেষে একটি ওয়ান শুটার রাইফেলসহ চন্দনাইশে এক যুবলীগ নেতাকে আটক করেছে ওসি গোলাম সরোয়ার ও সেনাবাহিনী। আটককৃতের নাম মোঃ মিজান (৩০)। শুক্রবার (২৯ আগস্ট) রাতে চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরীপাড়া থেকে তাকে আটক করা হয়।
চন্দনাইশ আর্মি ক্যাম্প প্রেরিত তথ্যে এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী জানা যায়, যুবলীগ নেতা মোঃ মিজানের নিকট অস্ত্র থাকার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়। এরপর পুলিশ ও সেনাবাহিনী তার উপর নজরদারি শুরু করে। ২০ দিনের নজরদারির পর অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের ও ওসি গোলাম সরোয়ারের নেতৃত্বে শুক্রবার রাতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চন্দনাইশ চৌধুরীপাড়ার মোঃ আনোয়ার হোসেনের ছেলে, যুবলীগ নেতা মোঃ মিজানকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি ওয়ান শুটার রাইফেল উদ্ধার করা হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় ইতিমধ্যে দুটি মামলা রয়েছে এবং তার দেশত্যাগের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। পরে আটককৃত মিজানকে চন্দনাইশ থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।