সাতকানিয়ায় পৌরসভা বিএনপির মিলনমেলা অনুষ্ঠিত

আবদুল আজিজ: 

তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে সাতকানিয়া পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে সাতকানিয়া পৌরসভার সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় এবং সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, আলহাজ্ব মুজিবুর রহমান, সাবেক জেলা বিএনপির সদস্য নবাব মিয়া, লোকামন হাকিম মানিক, জসিম উদ্দিন আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মোস্তাক, সাবেক ছাত্রনেতা আবু তাহের (বিএসসি), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমুদুর রহমান সিকদার, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সেলিমুল ইসলাম, বশির উদ্দিন, সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ূম, তসলিম উদ্দিন চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক, পৌরসভা বিএনপি নেতা ফেরদৌস, বাহার উদ্দিন বুলু, আনোয়ার, ফখরুল উদ্দিন, আবুতালেব, মোরশেদুল আলম টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, জেলা বিএনপি নেতা এডভোকেট এরশাদুর রহমান রিটু, জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শফি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, পৌরসভা বিএনপি নেতা তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সহ-সম্পাদক আব্বাস উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, ইফতেখার সম্রাট, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সবুর, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ এমরান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, পৌরসভা যুবদলের আহ্বায়ক এস এম জাহেদ, সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজান, যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, আবদুস সবুর, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেদ, আনিস আরাফাত প্রমুখ।

অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় বিএনপি খুবই শক্তিশালী। এই দুই উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে প্রমাণ করতে হবে। আসন্ন নির্বাচনে প্রতিপক্ষকে পরাজিত করতেই হবে। এজন্য প্রতিটি পাড়া-মহল্লায় তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি বিজয় ছিনিয়ে আনবে।

বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বলেন, আমরা সবাই তারেক রহমানের সমর্থক। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তবে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করা সম্ভব হবে। অন্যথায় আগামী পাঁচ বছর আমাদের ভোগান্তি পোহাতে হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অনেক নেতাকর্মী গুম ও খুন হয়েছেন। এসব ভুলে গেলে চলবে না। আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে।

সভাপতি হাজী রফিকুল আলম বলেন, বিএনপি মানে আমাদের কলিজার স্পন্দনের দল। আমরা কেবল দল করি না, করি বাংলার জনগণের ভালোবাসার রাজনীতি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। জনগণের ভালোবাসা কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক হবে জনগণের ভালোবাসার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *