মোঃ আনজার শাহ:
সাতক্ষীরার কালীগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানকে সংবর্ধনা দিয়েছে কালীগঞ্জ সাংবাদিক ফোরাম। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় ফোরামের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ড. মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত ওসি মো. মিজানুর রহমান। এসময় ফোরামের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম ও গাজী মিজানুর রহমান বক্তব্য রাখেন।
সংবর্ধিত ওসি মিজানুর রহমান শ্যামনগর থানার ওসি (তদন্ত) থেকে বদলি হয়ে কালীগঞ্জ থানায় যোগদান করেছেন। অনুষ্ঠানে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নবাগত ওসি তাঁর বক্তব্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহায়তা প্রত্যাশা করেন।