ক্ষমতা নয়, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই: টুকু

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল:

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানুষের ভোট মানুষকে ফেরত দিতে চাই। মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে চাই। শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলায় বাঘিল ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। এদেশটা আমাদের সকলের। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। এই জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছেন। সেটি হচ্ছে, “ভোট দিবো ধানের শীষে, দেশ গর্ব মিলেমিশে।”

তিনি আরও জানান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে স্লোগান দিয়েছিলেন, “ধানের শীষে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক।”

বিএনপির এই নেতা বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে, আল্লাহর রহমতে, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান।

কর্মী সমাবেশে ৮ নং বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির এবং জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *