স্টাফ রিপোর্টার:
“গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য ফ্রন্টের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন শুকুন্দীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়। উপস্থিত সকলের হাতে চারা তুলে দিয়ে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে প্রত্যেকেরই গাছ লাগানো উচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বৃক্ষরোপণে বিশেষ গুরুত্ব দিতেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি।” তাই শুধু গাছ লাগানোই নয়, এর সঠিক পরিচর্যার দিকেও সবাইকে গুরুত্ব দিতে হবে।
এই কর্মসূচিতে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সকলে উচ্ছ্বাসের সঙ্গে চারাগুলো গ্রহণ করে এবং নিয়মিত যত্ন নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
এ সময় আলহাজ মোঃ নুরুজ্জামান মৃধা, ১ নং সদস্য গাজীপুর মহানগর কৃষক দল এবং কাউন্সিলর পদপ্রার্থী ৩৯ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান, আহ্বায়ক গাজীপুর মহানগর কৃষক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহিদুল ইসলাম নিপু, সদস্য সচিব গাজীপুর মহানগর কৃষক দল; মইজদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর কৃষক দল; খসরু মৃধা, প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল থানা প্রেসক্লাব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বকর আবু, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ মৃধা, ৩৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার সরকারসহ গাজীপুর মহানগর কৃষক দল এবং ৩৯ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।