মোহাম্মদ হোসেন হ্যাপী:
ফতুল্লা থানা শিয়াচর বড়বাড়ী এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আমির হোসেনের স্ত্রী রুকছানা বেগম (৫০) এবং কন্যা লামিয়া (২২)।
স্থানীয়রা জানান, বাড়ির পিছনের জমে থাকা পানির জন্য সেচের মটর বসানো ছিল। রাত সাড়ে ৭টায় রুকছানা বেগম নিজ ঘরে মটর চালু করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন। বিষয়টি বুঝতে পেরে মাকে বাঁচাতে এগিয়ে আসেন তার মেয়ে লামিয়া, কিন্তু তিনি ও বিদ্যুৎ স্পৃষ্ট হন।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। মা–মেয়ের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ বর্তমানে খানপুর হাসপাতালে রয়েছে।