আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযানে একজন সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর, বিপিএম (বার) এর নির্দেশনায় শনিবার (৩০ আগস্ট) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সুদীপ্ত রেজা (জয়ন্ত)।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢেমশা ইউনিয়নের উত্তর ডেমসা এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা নং-২৬৯/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী আবু জাহেদ সিকদার (পিতা: নওশা মিয়া) কে গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।