স্টাফ রিপোর্টার:
আলহামদুলিল্লাহ, জনাব কামরুল কায়েস চৌধুরী সাহেব, চেয়ারম্যান, জি.এম. আইটি। চলমান বর্ষা মৌসুমে সীরাত ময়দানে আগত মুসল্লিদের ইবাদতের সুবিধার্থে ১০ হাজার ইট হাদিয়া পৌঁছে দিয়েছেন।
উক্ত কাজে সমন্বয় করেন চুনতী সীরাত মাহফিলের নিবেদিত কর্মী রিয়াজুর রহমান রিয়াজ।
মহান আল্লাহ উভয়কে উত্তম জাযা দান করুক। আমিন।
উল্লেখ্য যে, প্রখ্যাত আশেকে রাসূল (সা.) হযরত হাফেজ আহমদ শাহ্ সাহেব কেবলা (রহ.) কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ৫৫তম ১৯ দিনব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (সা.) আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রোজ বৃহস্পতিবার দুপুর থেকে ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে এবং ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রোজ সোমবার দিবাগত রাত ফজরের নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
সবার প্রতি দ্বীনি দাওয়াত রইল।
আর্থিক অনুদান/সাহায্য পাঠাতে:
A/C Number: 20501560100100707
SIRAT MAHFIL
LOHAGARA BRANCH
Islami Bank Bangladesh PLC
A/C Number: 5051330008024
SIRAT MAHFIL
LOHAGARA BRANCH
Social Islami Bank PLC
A/C Number: 014713100000652
SIRAT MAHFIL
LOHAGARA BRANCH
First Security Islami Bank PLC
All Mobile Banking : A/C Number: 01894772844