নূরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল

আব্দুর রশিদ, সাতক্ষীরা:

ডাকসু সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় শনিবার (৩০ আগস্ট) সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি বিকালে যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণধিকার পরিষদ সাতক্ষীরার সাবেক যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত, গণধিকার পরিষদ নেতা হাসানুর রহমান হাসান, ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন ইমু, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলার আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার, সদস্য সচিব আবিদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহবায়ক আরাফাত হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গতকাল শুক্রবার সন্ধ্যায় গণধিকার পরিষদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনী পরিকল্পিতভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত।”

এছাড়া বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, “জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামী লীগ পুনর্বাসন করা কোনোভাবে মেনে নেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *