আশাশুনি প্রেসক্লাবে নতুন সদস্যদের পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা

আব্দুর রশিদ, সাতক্ষীরা:

আশাশুনি প্রেস ক্লাবে নতুন সদস্যদের পরিচিতি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টারের মিলনায়ন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক। সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে আলোচনা রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন। প্রধান আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোডেইলি স্টার-এর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সহ সভাপতি সচ্চিদানন্দদে সদয়, নতুন সদস্য রাবিদ মাহমুদ চঞ্চল ও ইসমাইল হোসেনসহ নতুন ও পুরাতন সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “গণমাধ্যমের অপ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ প্রদান করেন কল্যান ব্যানার্জী, দৈনিক ইনকিলাব ও দৈনিক পূর্বাঞ্চলের আশাশুনি প্রতিনিধি জি এম মুজিবুর রহমান। ফটো সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন প্রথম আলোর প্রাক্তন ফটো সাংবাদিক ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র বিতরণ করা হয়।

তৃতীয় পর্বে প্রেস ক্লাবের সাবেক দুই সদস্য—মাসুদুর রহমান ও শাহাদৎ হোসেন টিটলকে সরকারি চাকরির কারণে, এবং গোপাল কুমার মন্ডলকে জেলা প্রেস ক্লাবে সদস্য হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *