নেত্রকোনায় পাল্টা হামলায় দুই জন নিহত ও তিনজন আহত

নেত্রকোনা প্রতিনিধি: 

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের হামলা-পাত্তায় উভয় পক্ষের দুইজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে।

নিহতরা হলেন জামাটি গ্রামের দুজাহান মেম্বার (৪৫) ও নূর মোহাম্মদ (২৮)।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জামাটি গ্রামের বিএনপি কর্মী দুজাহান মেম্বারের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের রফিক মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুজাহান মেম্বারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় রফিক ও তার লোকজন। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই নিহত হন দুজাহান মেম্বার।

এ ঘটনার পরপরই ক্ষুব্ধ দুজাহানের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকের বাড়িতে হামলা চালায়। হামলায় রফিক, তাঁর ভাই মোফাজ্জল, মোফাজ্জলের ছেলে নূর মোহাম্মদ ও স্ত্রী মনোয়ারাসহ চারজন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রফিক ও মনোয়ারাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাদের মধ্যে রফিকের অবস্থা সংকটাপন্ন বলে জানায় চিকিৎসক।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজের সাথে আজ রবিবার দুপুরে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *