ফুলবাড়ীতে আবাসিক হোটেলে চলছে অনৈতিক কর্মকাণ্ড, কাপল আটক

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সামসুদ্দিন টাওয়ারে অবস্থিত টাইম স্টার আবাসিক হোটেল দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দাপটের সঙ্গে চলছে এই অবৈধ ব্যবসা। সম্প্রতি স্থানীয়দের হাতে আটক এক যুবক ও কলেজছাত্রীকে পুলিশে সোপর্দ করার ঘটনা আবারো আলোচনায় এনে দিয়েছে হোটেলটিকে।

ঘটনাপ্রবাহ

গত রবিবার বিকেলে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের হাশমি পাড়া সংলগ্ন সামসুদ্দিন টাওয়ারের চারতলার ৫০৬ নম্বর কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের সময় হুমায়ুন কবির (২২) ও এক কলেজছাত্রীকে আটক করে স্থানীয়রা। আটককৃত হুমায়ুন পার্বতীপুর উপজেলার আনন্দবাজার এলাকার লক্ষ্মী হোসেনপুর গ্রামের বাসিন্দা।

পরে তাদের পুলিশে সোপর্দ করা হলেও রাতে দুই পরিবারের মধ্যে সমঝোতার ভিত্তিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ

বাসিন্দাদের দাবি, “শামসুদ্দিনের মালিকানাধীন এই হোটেলে নিয়মিত অনৈতিক কর্মকাণ্ড চলে। পুলিশ সব জানলেও রহস্যজনক কারণে মালিককে কখনোই আইনের আওতায় আনা হয় না।”
তাদের অভিযোগ, হোটেল কর্তৃপক্ষের যোগসাজশ ছাড়া এই ধরনের কার্যক্রম সম্ভব নয়।

পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, নিয়মিত অভিযোগ সত্ত্বেও পুলিশ হোটেল মালিককে গ্রেপ্তার করছে না, বরং আটককৃতদের মুচলেকায় ছেড়ে দিচ্ছে। এতে অনৈতিক কর্মকাণ্ড আরও উৎসাহিত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

তদন্তের দাবি

ফুলবাড়ী পৌর এলাকার মানুষ বলছেন, “এভাবে পরিবার ও তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছে, অথচ প্রশাসন নিরব দর্শক।”
তাদের দাবি, হোটেল মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং ফুলবাড়ীর মতো ছোট শহরে অনৈতিক ব্যবসার এই আসর গড়ে ওঠার পেছনে কারা প্রভাবশালী তা খুঁজে বের করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *