আলমাস হোসাইন:
ঢাকার আশুলিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার দিয়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— আশুলিয়ার নিশ্চিন্তপুর আমেনা মসজিদ এলাকার সাহাজ উদ্দিনের ছেলে আবু সিদ্দিক (৪০) এবং আশুলিয়ার ধনাইট উত্তরপাড়া এলাকার মমিন উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ওরফে হেলু (৪২)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, আশুলিয়ার দিয়াখালী এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজার ক্রয়-বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
জনমতের প্রতিক্রিয়া
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই আশুলিয়ার কিছু এলাকায় মাদক কারবারিদের উৎপাত বেড়ে গেছে। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এসব নেশার কারণে। তারা পুলিশের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
একজন অভিভাবক বলেন, “আমাদের ছেলে-মেয়েরা যেন মাদকের ছোবল থেকে বাঁচতে পারে, সেজন্য আমরা চাই এ ধরনের অভিযান আরও বাড়ানো হোক।”
রিপোর্টার নোট
অভিযান পরিচালনার সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও সাধারণ মানুষ পুলিশের ভূমিকা দেখে আশ্বস্ত হয়েছেন। স্থানীয়দের সাথে আলাপচারিতায় বোঝা গেছে—মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তবে এলাকাবাসীর অভিমত, শুধু গ্রেপ্তার নয়, এর পেছনের মূল গডফাদারদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে এ অভিযান শুধু শুরু। জনসচেতনতা আর আইন প্রয়োগ—এই দুইয়ের সমন্বয়েই আশুলিয়া মাদকমুক্ত হবে।