টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৫০ তরুণ-তরুণী

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে শুধু ১২০ টাকা পোস্টাল অর্ডার জমা দিয়ে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এতে ৫০ জনকে মেধা তালিকায় চূড়ান্ত করা হয়েছে এবং ১০ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে নিয়োগ কমিটির সভাপতি, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ পুলিশে টিআরসি পদে নিয়োগের জন্য এই জেলা থেকে আবেদনকারী প্রার্থীদের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পুরুষ ৩,০৭৩ জন ও নারী ২৩৯ জনসহ মোট ৩,৩১২ জন প্রার্থীকে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাই করা হয়। ১০ আগস্ট শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পর পুরুষ ১,৫০৩ জন ও নারী ৪৮ জনসহ মোট ১,৫৫১ জন প্রার্থী যোগ্য বিবেচিত হন।

১১ আগস্ট শারীরিক সহনশীলতা পরীক্ষায় অংশগ্রহণকারী ১,৫৫১ জন প্রার্থীর মধ্যে পুরুষ ১,২১৩ জন ও নারী ৪১ জন মোট ১,২৫৪ জন লিখিত পরীক্ষার জন্য যোগ্য হন। ১২ আগস্ট পরীক্ষার পর পুরুষ ৭২৮ জন ও নারী ৩৯ জন মোট ৭৬৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হন। ২৩ আগস্ট লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর মধ্যে পুরুষ ৭১৯ জন ও নারী ৩৮ জন মোট ৭৫৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষে ৫০ জন প্রার্থী টিআরসি পদে নিয়োগযোগ্য এবং ১০ জন অপেক্ষমান হিসেবে বিবেচিত হন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, “শতভাগ স্বচ্ছতার মাধ্যমে টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫-এর নিয়োগ পরীক্ষা সম্পন্ন ও ফলাফল ঘোষণা করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *