মহিপুরে রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

“আমার রক্তে বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান”—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে মানবিক সমাজসেবা সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হয়ে দিনব্যাপী ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে অবস্থিত রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

কর্মসূচিতে রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলের পরিচালক সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক-এর সভাপতিত্বে ও মানবিক সমাজসেবা সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোফাচ্ছেল হক হিরো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল মালেক হাওলাদার, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মো. খলিলুর রহমান, থানখোলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. মহসিন কবির, পল্লী চিকিৎসক মো. আবুল হোসেন ফরাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মোফাচ্ছেল হক হিরো বলেন, “মানবিক সমাজসেবা সংগঠনের কার্যক্রম সত্যিই অনুকরণীয়। এ ধরনের সমাজসেবামূলক উদ্যোগ সমাজে মানবতার বীজ বপন করে। বিশেষ করে রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। কারণ দুর্ঘটনা বা জরুরি চিকিৎসার সময় দ্রুত রক্তের ব্যবস্থা করতে নিজের রক্তের গ্রুপ জানা না থাকলে জীবন ঝুঁকিতে পড়ে।”

সভাপতির বক্তব্যে সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক বলেন, “রক্তদানের মাধ্যমে শুধু জীবনই বাঁচানো হয় না, বরং সমাজে এক ধরনের সচেতনতা তৈরি হয়। একইসাথে ব্লাড গ্রুপিং মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ায় এবং রক্তদানের প্রতি আগ্রহ জাগিয়ে তোলে। আমাদের বিদ্যালয় ভবিষ্যতেও এ ধরনের মহৎ কাজে পাশে থাকবে।”

মানবিক সমাজসেবা সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির বলেন, “সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আমরা ‘দুর্যোগে সবার আগে, সবার সাথে’ এই স্লোগান নিয়ে কাজ করছি। ভবিষ্যতেও অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজ চালিয়ে যেতে চাই। রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি, কারণ প্রত্যেক পরিবারে অন্তত একজন সদস্যের রক্তের গ্রুপ জানা থাকলে প্রয়োজনে অন্যদেরও দ্রুত সাহায্য করা সম্ভব হয়।”

এসময় সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, অর্থ সম্পাদক জাহিদ জিয়া, উদ্যোক্তা সৈয়দ আনিচ মীর, ইমরান শিকদার, মাহবুবুর রহমান শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানবিক সমাজসেবা সংগঠন ২০২২ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কার্যক্রম, অসহায়দের মাঝে নগদ অর্থ, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *