মুন্সীগঞ্জে কেঁচো খুঁজতে সাপ বেড়িয়ে এলো

বিমল সরকার: 

মুন্সীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পহেলা সেপ্টেম্বর, রোজ রবিবার, সকাল প্রায় ৮টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ-এর উপপরিচালক জনাব মোহাম্মাদ লুৎফর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক শিবনাথ কুমার সাহা-এর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট চৌকস একটি অভিযানিক দল গঠন করা হয়। এই দলটি মুন্সীগঞ্জ থানাধীন নতুনগাঁও গ্রামস্থ মোঃ জাকির-এর বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃত মোঃ জাকির (৩৮), পিতা—মৃত জুলহাস, মাতা—কোকিলা বেগম-এর নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে, বসতঘরের পূর্ব পাশের কক্ষে রাখা খাটের তোষকের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে দেশীয় তৈরি ১২ ইঞ্চি লম্বা কাঠের হাতলযুক্ত পাইপগান ১টি, লোহার তৈরি ১১ ইঞ্চি পাইপগান ১টি এবং ১টি গোলাপী রঙের লিডবল কার্তুজ উদ্ধার করা হয়। কার্তুজটির পিছনের অংশে ইংরেজিতে “NOBEL-12 SPORT-12” লেখা আছে।

সাথে সাথে অভিযানে আসামীর দখলে থাকা ১০৫ (একশত পাঁচ) পিচ অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারের এই ঘটনায় মোঃ জাকিরের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়েরের কার্যক্রম চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযান এলাকায় মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র সংক্রান্ত কার্যক্রম বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে। তারা আরও জানিয়েছেন, অভিযান চলাকালীন সময়ে স্থানীয় নিরাপত্তা বাহিনীও সহযোগিতা করেছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান সংক্রান্ত স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে মোঃ জাকির স্থানীয় এলাকায় সন্দেহজনক কার্যকলাপে লিপ্ত ছিল। তিনি মাদকদ্রব্যের পাশাপাশি অনিয়মিত অস্ত্র রাখার অভিযোগেও জড়িত ছিলেন। অভিযান শেষে স্থানীয়রা এই ধরনের অপরাধ দমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং এর মাধ্যমে এলাকার নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে কর্মকর্তারা মনে করছেন, যাতে অপরাধীরা তাদের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *