রাউজানে ওসির নেতৃত্বে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

কামরুল ইসলাম:

চট্টগ্রামের রাউজান থানায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া। তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিরস্ত্র) খোরশেদ আলমসহ পুলিশের একটি টিম।

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া এলাকায় ভাড়া বাসা থেকে সন্ত্রাসী মো. রাজু মিন্টু মিঠু (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি এবং একটি কাঠের বাট উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলির বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় রাজু মিন্টু।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে এই অস্ত্র ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র ব্যবসার মতো অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল।

এ ঘটনায় এসআই খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় মামলা (নং-২২, তারিখ-৩১/০৮/২০২৫, ধারা-19A/19(f), The Arms Act 1878) দায়ের করেছেন।

গ্রেফতারকৃত রাজু মিন্টুর বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
১. রাউজান থানার মামলা নং-০১ (০১/১২/২০২৪), ধারা-১৪৩/৩৬৫/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬(২)/৩৪ পেনাল কোড।
২. রাউজান থানার মামলা নং-১২ (২৮/০৯/২০২৪), ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৪২/৩৬৪/৩৬৫/৩৭৯/৫০৬(২) পেনাল কোড।
৩. রাউজান থানার মামলা নং-৫ (০২/১১/২০২৩), ধারা-১৪৩/৩৪১/৩২৩/১০৯/৪২৭/৫০৬ পেনাল কোড তৎসহ Explosive Substance Act, 1908।
৪. রাউজান থানার মামলা নং-২২ (৩১/১০/২০২৩), ধারা-১৪৩/৩৪১/৩২৩/১০৯/৪২৭/৫০৬ পেনাল কোড তৎসহ Explosive Substance Act, 1908।

পুলিশ বলছে, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অস্ত্রের উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *