চট্টগ্রাম জেলা প্রশাসনে এলাকাবাসীর টি কে পেপার মিলের বিরুদ্ধে অভিযোগ, পরিদর্শনে উপজেলা প্রশাসন

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: 

বোয়ালখালীতে টি কে পেপার মিল কর্তৃক সরকারি খাল দখলের অভিযোগে সংশ্লিষ্ট এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা ও পৌর প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পৌরসভা সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ২০২৫ ইং তারিখে পৌরসভার পশ্চিম গোমদন্ডীর ৯ নং ওয়ার্ডের চরখিদিরপুর এলাকার জনসাধারণ চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়—স্থানীয় জনগুরুত্বপূর্ণ ও এলাকাবাসীর জন্য অত্যন্ত উপকারী সরকারি “কাকনিয়া খাল” দীর্ঘদিন ধরে টি কে পেপার মিল কর্তৃপক্ষ অবৈধভাবে দখল করে রেখেছে। খালটি উদ্ধার ও পুনঃখননের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ অভিযোগ আমলে নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর পান্না আক্তার ১০ এপ্রিল ২০২৫ ইং তারিখে স্মারক নং-০৫.৪২.১৫০০.৩০২.২০.১৫০.২৪(অংশ-১)-৮৮৫ মূলে নির্দেশ দেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারকে। নির্দেশনায় বলা হয়, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্দেশ পাওয়ার পর গত ৩১ আগস্ট দুপুরে দখলকৃত কাকনিয়া খাল এলাকা পরিদর্শন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা ভূমি অফিসের কানুনগো মাহামুদুর হাসান হিরু, ভূমি কর্মকর্তা পপি বড়ুয়া, অভিযোগকারী পল্টু কান্তি বড়ুয়া এবং টি কে পেপার মিলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনার সত্যতা যাচাইয়ের গভীরতা অনুধাবন করে টি কে পেপার মিল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *