জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইন উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক:

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারে দ্রুতগতি আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি ট্রাইব্যুনাল পরিদর্শনের পর এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, “জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিচারের গতিও সন্তোষজনক। বিচারকাজ দ্রুত শেষ করার জন্য আরও বাড়ানো যেতে পারে ট্রাইব্যুনালের সংখ্যা।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা যথাযথভাবে চলমান। এরই মধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্ট অনেক মামলার সাক্ষ্যগ্রহণও প্রায় শেষপর্যায়ে।

বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ এসব কার্যক্রম চলমান রয়েছে। তবে মূল ভবনের সংস্কার কাজ শেষ না হওয়ায় বর্তমানে টিনশেডে ট্রাইব্যুনাল-২-এর বিচারকাজ পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *