ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিজয়নগর থানার খাদুরাইল গ্রামের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক বকুলের বাড়িতে ৩০/৮/২০২৫ তারিখে রাত আনুমানিক ১১:৫৫ মিনিটে ওয়ারেন্টভুক্ত আসামি ধরার অভিযানে গেলে বিজয়নগর থানার এএসআই শেখ সাদির ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

তথ্যসূত্রে জানা যায়, মিজান নামের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব করে আসছিল। তার এই বেপরোয়া জীবনযাপনের কারণেই এ হামলার ঘটনা ঘটে।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এ ধরনের হামলা দুঃখজনক ও নিন্দনীয়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *