মনপুরায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বজ্রপাত

মো. আব্দুল গফুর সিকদার: 

ভোলার মনপুরায় ভয়াবহ বজ্রপাতে কাঁকড়া শিকারির মৃত্যু হয়েছে। একই সঙ্গে মারা গেছে আটটি গরু ও মহিষ। এ ঘটনায় দ্বীপজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। বিকেল ৩টা ২০ মিনিটে শুরু হয় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টি। প্রায় অর্ধঘণ্টারও বেশি সময় ধরে চলা বজ্রপাতে ৫নং কলাতলী ইউনিয়নের কাজির চরে কাঁকড়া শিকার করতে গিয়ে জীবন দাস (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি কলাতলী হিন্দু আবাসনের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

এছাড়াও বজ্রপাতে বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে।

  • ২নং হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জিয়া উদ্দিনের তিনটি গরু মারা যায়।

  • ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভোকেশনাল স্কুলের পাশে জাকির ও ইয়াসিনের দুটি গরু মারা যায়।

  • ২নং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের ব্যবসায়ী মো. শামসুদ্দিনের একটি মহিষ মারা যায়।

  • ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর সিকদারের একটি এবং একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. জাকিরের একটি গরু মারা যায়।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আশরাফ হোসেন জানান— বজ্রপাতে একজন মানুষ ও মোট আটটি গরু-মহিষ মারা গেছে।

এ ভয়াবহ ঘটনায় দ্বীপজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, বজ্রপাতের প্রচণ্ড শব্দে নারী-পুরুষের মধ্যে হতাশা ও ভীতির সঞ্চার হয়েছে। সচেতন মহল মনে করছে, অবিলম্বে মানুষকে সতর্ক ও সচেতন করতে প্রশাসনের উদ্যোগ নেয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *