স্বাধীন সংবাদ ডেস্ক:
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশগ্রহণকালে তিনি এ মন্তব্য করেন।
শামীম পাটোয়ারী বলেন, “অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন। যদিও বিষয়টি ইতিমধ্যে স্তিমিত হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ তারা এখনও সেই ফাঁদে পা দেয়নি।”
তিনি আরও উল্লেখ করেন, “যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং একইসাথে আওয়ামী লীগের প্রতিও কোনো নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনি মঞ্চে মূল তিন রাজনৈতিক দলই প্রভাবিত হবে। এমন পরিস্থিতিতে আসনের ভাগাভাগি হতে পারে—২০০ আসন বিএনপি, বাকিটা অন্যান্য দলের মধ্যে। এতে বিএনপি রাজনৈতিকভাবে ‘পাপেট’ হয়ে পড়বে। কারণ অন্যান্য দলগুলো দাবি করবে, ‘আমাদের আরও আসন না দিলে আমরা ভোটে অংশ নেব না’। ফলে বিএনপিকে বাধ্য হয়ে তাদের শর্ত মানতে হবে।”
শামীম হায়দার পাটোয়ারী রাজনীতিতে ‘কুলিং পিরিয়ড’ প্রবর্তনের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কাল উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, “২১ আগস্টের ঘটনার পর দুই বছরের একটি কুলিং পিরিয়ড বজায় ছিল। ফলে বিএনপির ওপর আওয়ামী লীগ সরাসরি টর্চার চালাতে পারেনি। এটি পরবর্তীতে শুরু হয়েছে। এমন কুলিং পিরিয়ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি মন্তব্যে আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ভারসাম্য রক্ষায় বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে সমন্বয় অপরিহার্য।