তারেক রহমানকে দেশে আসার আহ্বান আবদুল হান্নান মাসউদের

স্বাধীন সংবাদ ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, “যে দেশ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, সেই দেশের মানুষ তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে।”

সোমবার রাতে যমুনা টেলিভিশনের একটি টকশোতে অংশ নিয়ে আবদুল হান্নান মাসউদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বিএনপিকে আমরা বিরোধী মনে করি কি না—আমার মনে হয় না। আমরা বিএনপির কিছু কাজের সমালোচনা করি, জামায়াতেরও সমালোচনা করি। আমরা সব রাজনৈতিক দলেরই বিভিন্ন কাজের সমালোচনা করি। তারা আমাদের সমালোচনা করে। এখন এটাকে যদি বিরোধীতা বা আক্রমণ হিসেবে ধরা হয়, তাহলে বিষয়টা অসুন্দর লাগে।”

দেশে তারেক রহমানকে দেখতে চান এনসিপি নেতা
আবদুল হান্নান মাসউদ বলেন, “বিএনপির নেতা তারেক রহমান দেশে আসেন না। আমরা চাই তিনি দেশে আসুক। বেগম জিয়া দেশে নিরাপদেই আছেন, এ দেশের মানুষ তাকে বরণ করেছে। যে দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারা তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে। দেশের মাটি-মানুষের ঘ্রাণ তারেক রহমানের দ্রুত নেওয়া দরকার। এটা দেশপ্রেমেরও বহিঃপ্রকাশ। কারণ দূর থেকে দেশের মানুষকে খুব সহজে অনুভব করা যায় না।”

বিএনপির সমালোচনার কারণ ও রাজনৈতিক অবস্থান
তিনি আরও বলেন, “বিএনপির প্রতি আমাদের অবস্থান একটি রাজনৈতিক দল হিসেবে। ১৯৭৯ সালে বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম নিতে পারে বা সরকারি সুযোগ-সুবিধায় বেড়ে উঠতে পারে। কিন্তু বেগম জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে। তেমনই ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত বেগম জিয়ার আপোষহীনতার কারণে গণমানুষের আস্থা অর্জন করেছে। সে হিসেবে বিএনপিকে আমরা শ্রদ্ধা করি। বিএনপির যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের আমরা ভাই মনে করি। কিন্তু বিএনপির সবাই তো এক নয়। বিএনপির যারা এখন অত্যাচারী হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি।”

তিনি আরও বলেন, “যেসব কারণে আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি সেগুলো যদি আমি করি তাহলে আমার বিরুদ্ধে বলা হবে না? বিএনপির তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত এমন অসহিষ্ণুতা পরিলক্ষিত হচ্ছে। আমরা যখন এগুলোর সমালোচনা করি, তখন আমরা তাদের ব্যক্তি ও কর্মের সমালোচনা করি, দল হিসেবে নয়।”

রাজনৈতিক সমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা
আবদুল হান্নান মাসউদের মতে, রাজনীতিতে সমালোচনা ও বিতর্ক স্বাভাবিক। তিনি বলেন, “রাজনীতিতে সব দলের কাজ পর্যালোচনা করা দরকার। কেউ যদি ত্রুটি করে, সেটি সমালোচনা করা হয়। বিএনপি-সহ সব রাজনৈতিক দলের কর্মসূচি ও নীতি আমরা পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন হলে মতামত প্রকাশ করি। আমাদের সমালোচনা কখনো ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক ও নৈতিক মানদণ্ডের ভিত্তিতে।”

তিনি আরও যোগ করেন, “দেশের সুস্থ গণতন্ত্রের জন্য সকল রাজনৈতিক দলকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। যারা ক্ষমতায় থাকুক বা বিরোধী, তাদের আচরণ দেশের সাধারণ মানুষকে প্রভাবিত করে। এজন্য আমরা চাই বিএনপির নেতৃত্ব তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করতে দেশের মানুষকে সম্মান দিয়ে কাজ করুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *