স্কটল্যান্ডে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃআনজার শাহ:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কটল্যান্ড বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এডিনবরার নর্থ এডিনবরা আর্টস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রাহিম জাকির। সঞ্চালনা করেন আলা উদ্দিন আলো। প্রধান অতিথি ছিলেন খন্দকার জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলমগীর কবির। বিশেষ অতিথি ছিলেন আব্দুস শহীদ উকিল ও বিশেষ বক্তা ছিলেন শাহ্ ইমদাদুল হক বাবু।

কারা নির্যাতিত সাবেক ছাত্রদল নেতা ইরফানুল হক পাটোয়ারী বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, ঐক্য ও প্রগতির চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা অবিলম্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাজিম আহমেদ পলাশ, ইকবাল মোড়ল, পলাশ আহমেদ, দীন মোহাম্মদ, আলমগীর হোসেন, ইরফানুল হক, জাহাঙ্গীর আলম, আমির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, দুলাল মিয়া, কবির আহমেদ, মো. রফিকসহ প্রবাসী বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় অংশগ্রহণকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশপ্রেমের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। একইসঙ্গে বিদেশের মাটিতেও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *