দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৌলতপুর ছাত্রদল এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে।
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরব্যাপী ফলদ ও বনজ সড়ক নির্মাণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুর ছাত্রদল এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সাংসদ জনাব আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা আসিফ রেজা শিশির এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রাহমান রাব্বি।
দৌলতপুরের ঝাউদিয়া বাজার থেকে আহসান নগর কারিগরি কলেজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার দুই পাশ ধরে ২৫০টি আম, কাঁঠাল ও মেহগনি গাছের চারা রোপণের কাজ শুরু হয়েছে।
জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “বৃক্ষরোপণ একটি অপরিহার্য প্রক্রিয়া যা পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, কার্বন ডাই অক্সাইড শোষণ ও অক্সিজেন সরবরাহ করে। বিশ্ব উষ্ণায়ন ও বায়ু দূষণ রোধে বৃক্ষ আমাদের শারীরিক সুস্থতায় বিশাল ভূমিকা রাখে।” তিনি জনাব তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দৌলতপুর ছাত্রদলের উদ্যোগ নেওয়ায় ছাত্রদলের সকল নেতা-কর্মীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন দৌলতপুর ছাত্রদলের ভূয়সি প্রশংসা করে বলেন, “গাছ আমাদের জীবনের পরম বন্ধু; গাছ থেকে নির্গত অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে থাকি। পৃথিবীতে প্রাণীকুলকে রক্ষা করতে বৃক্ষরোপণ অপরিহার্য।”
এই কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রাহমান রাব্বি বলেন, “জনাব তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে জেলা ব্যাপী ছাত্রদলের মাধ্যমে এই উদ্যোগ অব্যাহত থাকবে।”