মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর দিগু বাবুর বাজারে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। অভিযানে ৮০৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে এবং আইন অমান্যের দায়ে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং খন্দকার শমিত রাজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, কিশোরগন্জ স্টোর থেকে ৩৫০ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জুনায়েদ হার্ডওয়্যার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সিদ্দিক স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৩০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বিসমিল্লাহ্ স্টোর থেকে ৮৭ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মেসার্স এল বি ট্রেডার্সের কাছ থেকে ১৩৭ কেজি পলিথিন জব্দ করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল ইসলাম বলেন, “আমরা নিয়মিত পরিবেশ বিষয়ক অভিযান চালাই। আজকের অভিযানে মোট ৮০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দের পাশাপাশি ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”