আলমাস হোসাইন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে সাভার-আশুলিয়া জুড়ে হাজারো নেতাকর্মীর ঢল নামে।
আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পুরো রাস্তাজুড়ে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
নেতৃত্ব ও উপস্থিতি
র্যালিটি নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে যোগ দেন।
সকাল থেকেই আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা গেন্ডা এলাকায় জড়ো হতে শুরু করেন। দুপুরের পর র্যালি শুরু হলে কয়েক কিলোমিটারজুড়ে এক বিশাল মানবপ্রাচীরের সৃষ্টি হয়।
আইয়ুব খানের বক্তব্য
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ আইয়ুব খান বলেন—
“সারা দেশে বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আজকের সাভারের র্যালি তারই প্রমাণ। জনগণ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”
তিনি আরও বলেন, “আমরা আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, সাভারের মাটিতেও পরিবর্তনের বার্তা পৌঁছে যাবে।”
সমাবেশে পরিবেশ
র্যালি চলাকালে সাভারের প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্লোগান, ঢাকঢোল আর ব্যানারে চারপাশে যেন উৎসবের আমেজ বিরাজ করে। সাধারণ মানুষের মাঝেও ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যায়।
প্রেক্ষাপট
১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। এ বছর দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।