কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

দৌলতপুর প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩রা সেপ্টেম্বর বিকালে আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি, আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সাবেক সহ-সভাপতি শামীম রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লস্কর, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রেজাউল করিম, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন, এই দল গঠন করার পর থেকে মানবকল্যাণে সফলতার সাথে কাজ করে আসছে। বিএনপির ৪৭ বছর যেমন অর্জনের ও গৌরবের, তেমনি অনেক ত্যাগের।
আর সেই সাথে শহীদ জিয়ার আদর্শ সকল সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সমন্বয়ে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *