নারায়ণগঞ্জে শত বছর বয়সী নারী ফল বিক্রেতাকে সহায়তা করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন জেলা প্রশাসকের

মোহাম্মদ হোসেন হ্যাপী: 

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া শত বছর বয়সী ফজিলাতুন্নেছাকে সহায়তা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি নিজে সশরীরে বৃদ্ধাকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও অর্থ উপহার দেন।

নারায়ণগঞ্জ নগরীর চুনকা পাঠাগারের সামনে ফল বিক্রেতা ফজিলাতুন্নেছাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার হিসাবে প্রদান করা হয় চাল, ডাল, তৈল, চিনি, লবণ, পিয়াজ, আলু, কেক, বিস্কুট, রুটি, নুডলস, গৃহস্থালি বিছানার চাদর, নতুন কাপড় এবং তার ব্যবসার মূলধন বৃদ্ধির জন্য কিছু অর্থ। উপহার বিতরণকালে আবেগঘন পরিবেশ বিরাজ করে।

জেলা প্রশাসক বলেন, “ফজিলাতুন্নেছার মতো শতবয়স্ক নারী এখনও আত্মসম্মান বজায় রেখে নিজের জীবিকা অর্জন করছেন। তার এই সংগ্রাম সকলের জন্য অনুসরণীয়।” তিনি আরও উল্লেখ করেন, এই সংগ্রামী মনোভাব আমাদের প্রজন্মের মা-বোনদের জন্য অনুপ্রেরণার উৎস।

উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাইমা ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কর্মী এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *