বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোহরগঞ্জে বিজয় র‌্যালি

মোঃ আনজার শাহ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। তিনি বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের মুক্তির সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার সাবেক দু’বারের চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *