মোশাররফ হোসেন জসিম:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনা কান্দি গ্রামে হুমায়ুন হত্যার জেরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৫ ইং তারিখে পূর্বের শত্রুতা ও বিবাদকে কেন্দ্র করে একই গ্রামের কুদ্দুসের ছেলে মোঃ বাদল মিয়া হুমায়ুনকে হত্যা করে।
ঘটনার পর দুষ্কৃতকারীরা একই গ্রামের মজিবরের বসত ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে স্থানীয় পরিবার অস্থির হয়ে পড়ে এবং ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়।
মজিবরের স্ত্রী জড়িনা খাতুন (৪৮) বাদী হয়ে ৩ আগস্ট ২০২৫ ইং তারিখে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় নিহত মোহাম্মদ আলীর ছেলে মোঃ সিদ্দিক (৬২)সহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলা নং ৩৭/২০২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধারা অন্তর্ভুক্ত আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী/২০১২)-এর ৪/৫ তৎসহ ৪৪১, ৪৪৬, ৪৩৫, ৪৩৬, ৩৮০, ৪২৭ ও ৩৪ ধারায় মামলা প্রযোজ্য।
জড়িনা খাতুন জানিয়েছেন, “আমরা চাই এই দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তি হোক এবং দোষীদের শাস্তি প্রাপ্তি নিশ্চিত করা হোক। ঘটনার পরে আমাদের জীবন নিরাপত্তাহীনতায় পড়েছে। এই ধরনের নৃশংসতা যেন আর কারো পরিবারের সঙ্গে না ঘটে, তার জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা কাম্য।”
মামলার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে নিয়মিত হাজিরা দিয়ে জড়িনা খাতুন বিচার প্রার্থনা করছেন। একই সময়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।
স্থানীয়দের মতে, এই ধরনের হিংসাত্মক ঘটনা এলাকায় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। ফলে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।