কামরুল ইসলাম:
চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ফের একবার প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে রাউজান থানার এলাকায় সন্ত্রাস, ডাকাতি, চুরি ও কিশোর গ্যাংস্টারদের উত্পাত বেড়ে চলেছে। জনতা অভিযোগ করেন, আইন শৃঙ্খলা ভেঙে পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। শনিবার (৬ নভেম্বর) বিকালে হলদিয়া ইউনিয়নে এক ঘটনা এমন পরিস্থিতিরই প্রতিফলন ঘটালো।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলেন। বিষয়টি দেখতে থাকা সাধারণ মানুষ তাদের ঘিরে ধরেন এবং ধাওয়া শুরু করেন। ধাওয়ার একপর্যায়ে জনতা একজনকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হন। আটককৃতের নাম নুর মিয়া (৩৫)। তিনি হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্লভ তালুকদার বাড়ির তোফায়েল আহমেদের ছেলে।
স্থানীয়রা আরও জানিয়েছেন, ঘটনাস্থলে মোট ৪-৫ জন সন্ত্রাসী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছু গুলি ছোড়া হয়। ধাওয়ার পর শফি চেয়ারম্যান বাড়ি এলাকার লোকজন নুর মিয়াকে অস্ত্রসহ আটক করে এবং পরে রাউজান থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নুর মিয়া স্বীকার করে বলেন, তার সঙ্গে ঘটনাস্থলে ছিলেন সোলাইমান, নাছির, কাজল, হাসান। নুর মিয়া আরও বলেন, “আমার ভুল হয়েছে, আর পুনরায় এমন কাজ করব না।”
স্থানীয় বাসিন্দা ফারুক জানান, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার সময় জনতার সক্রিয়তার কারণে ৩-৪ জন পালিয়ে গেলেও নুর মিয়া ধরা পড়ে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, “নুর মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধরা পড়া অস্ত্রটি দেশীয় তৈরি এলজি। তবে অস্ত্রটি তার কাছে পাওয়া গেছে কিনা তা যাচাই করা হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা ও ভীতির পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপর হয়ে এলাকার সন্ত্রাসীদের দমন করবে এবং জনগণ যেন নিরাপদে চলাফেরা করতে পারে।