সারোয়ার উদ্দিন ভূঁইয়া:
রোজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাজীপুরের টঙ্গী হোন্ডা রোড এলাকায় বিএনপির উদ্যোগে তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে টঙ্গীসহ আশপাশের বিভিন্ন এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মো. শওকত হোসেন সরকার এবং সভাপতিত্ব করেন মো. রাশেদুল ইসলাম কিরণ।
বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা পুরো জাতির প্রাণের দাবি।” তারা অভিযোগ করেন, সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে, যা অমানবিক।
আরও বলা হয়, “আমরা সরকারের কাছে জোর দাবি জানাই—অবিলম্বে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।”
সমাবেশ শেষে দেশনেত্রীর রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা ঘোষণা দেন, খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে তারা সর্বদা রাজপথে থাকবে।
সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. শাহাবুদ্দিন, মো. নুরু মিয়া, মো. নজু মোল্লা, মো. নজরুল ইসলাম, মো. রাজু ও মো. মামুন।