দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে ০৬ সেপ্টেম্বর প্রাগপুর ইউনিয়ন নেতৃবৃন্দের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন অন্তর্গত মহিষকুন্ডি রাজধানীর মোড়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান সোনা মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, বাংলােশের ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে বহু দলীয় গণতন্ত্রের সুচনা করেন। যার জন্য বাংলাদেশে এখন অনেক রাজনৈতিক দল তাদের দলীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে।
শেখ মুজিব রাষ্ট্রপ্রধান হয়ে বাকশাল কায়েমের মাধ্যমে এ দেশের বিরোধীদলীয় রাজনীতি ও বাক স্বাধীনতা হরণ করেছিলেন। গণমাধ্যমগুলো বন্ধ করে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণ করে এদেশে আবার বহু দলীয় গণতন্ত্র চালু করে সকল রাজনৈতিক দল ও গণমাধ্যম গুলোকে পুনরায় তাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দেন।তিনি এদেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য ১৯৭৭ সালে ৩০ এপ্রিল ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। যার মাধ্যমে বাংলাদেশ আত্মনির্ভরশীল হতে যাচ্ছিল কিন্তু বাংলাদেশ বিরোধী অপশক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শ রাষ্ট্র নায়ক। তার গৃহীত কর্মসূচির মধ্যেই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ নিহিত রয়েছে ,শহীদ জিয়ার গৃহীত কর্মসূচি গুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।
দৌলতপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, দৌলতপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির রহমান বাচ্চু, মাহবুবুর রহমান মাহাব, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মাস্টার সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।