মোঃ মশিউর রহমান:
না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টাঙ্গাইল পৌর উদ্যানসহ পুরো শহর। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনকালে এ ধ্বনিতে মুখরিত হয়।
টাঙ্গাইল জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এরপর প্রিয় নবী (সা.)-এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ও পীর-মাশায়েখগণ। আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ্ব প্রফেসর আব্দুল কুদ্দুস খুসরু (হাজীবাগ দরবার শরীফ)। উদ্বোধনী বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল হাই এবং স্বাগত বক্তব্য দেন করটিয়া আহমাদাবাদ শরীফের বিশিষ্ট খলিফা মোহাম্মদ শাহজালাল।
বক্তব্য দেন—
-
আলালপুর ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব শাহ সুফি মাওলানা আব্দুল ওহাব সিরাজি
-
করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইফুল মালেক আনসারী
-
ঘাটাইল আমুয়াবইদ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হারুন অর রশিদ
-
ময়মনসিংহ দারুন্নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি সৈয়দ মাহবুব আল হুসাইন
-
টাঙ্গাইল কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল হক জালালী প্রমুখ
এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম ও সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং টাঙ্গাইল জেলা তাহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের আহ্বায়ক ডা. মোহাম্মদ মোরশেদ আলম মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব শাহ সুফি মুহাম্মদ সাইফুল্লাহহিল কাতেয়ী (পীর সাহেব আহমাদাবাদ শরীফ, করটিয়া), আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ শাহ সুফি হাবিবুল্লাহ আল আহমাদী (পীর সাহেব আহমাদাবাদ দরবার শরীফ, বান্দাবাড়ি, দেলদুয়ার), আলহাজ্ব ডা. সৈয়দ শাহ সাইদুল্লাহ কাদরী (মাহবুবীয়া দায়রা শরীফ, টাঙ্গাইল), শাহ সুফি আহমদ আলী (পীর সাহেব), মোঃ মোস্তাফিজুর রহমান আবু আলী (বিশ্ব সোয়াব রেসানি দরবার শরীফ, সখিপুর)।
এছাড়াও উপস্থিত ছিলেন—
-
প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, উপাধ্যক্ষ, টাঙ্গাইল সরকারি এম এম আলী কলেজ
-
সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরিদ হোসেন খান, টাঙ্গাইল সরকারি এম এম আলী কলেজ
-
সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সরকারি কুমুদিনী কলেজ
-
মাসুদ আলম খান, সেক্রেটারি, গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা ও অধ্যক্ষ, নাগরপুর জনতা ডিগ্রি কলেজ
-
অধ্যাপক আলী আশরাফ খান, সাংগঠনিক সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা
-
জয়নাল আবেদীন, তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা, সাপুয়া, টাঙ্গাইল
পরে এক বর্ণাঢ্য র্যালি, মিলাদ, কিয়াম, দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।