স্বাধীন সংবাদ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের সকল সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দলের বিশেষ সুবিধা গ্রহণ করবেন না এবং নিজেদের কখনো রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশি শক্তি কখনো সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনারা যেসব কাজ করবেন, তা সবসময় জনস্বার্থ ও আইনের নিয়ন্ত্রণে হতে হবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলের নেতাদের তোষামোদ করা চলবে না। আমি বারবার বলছি, যদি এখনই কোনো দলের প্রতি বিশেষ সমর্থন দেখানো শুরু করা হয়, তাহলে নির্বাচনের পর তা কাজে লাগবে না। এখন যার কাছে যা আছে, তা সংরক্ষণ করুন, যাতে ভবিষ্যতে তা কার্যকরভাবে ব্যবহার করতে পারেন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান, “আপনারা কোনো রাজনৈতিক দলের দিকে যাবেন না। শুধুমাত্র জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য চেষ্টা করবেন। জনগণ যে বিশ্বাস ও প্রত্যাশা রেখেছে, সেই অনুযায়ী দায়িত্ব পালন করুন। আপনারা জনগণের সেবক হিসেবে নিজেদের দেখান, রাজনৈতিক দিকনির্দেশনায় নয়।”
এ অনুষ্ঠানে পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন এবং নির্বাচনী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণ লাভ করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বারবার গুরুত্বারোপ করেন।